মিয়ানমার সীমান্তরক্ষীর গুলিতে বিজিবি সদস্য আহত

Slider সারাদেশ

79963_bgb

জেলার টেকনাফে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) গুলিতে বিপ্লব নামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য আহত হয়েছেন। এছাড়া নায়েক আবদুর রাজ্জাক নামে বিজিবির অপর এক সদস্যকে ধরে নিয়ে গেছে বিজিপি। উপজেলার নাফনদীর দমদমিয়া পয়েন্টের বিপরীতে লালদিয়া নামক স্থানে আজ ভোরে এ ঘটনা ঘটে। বিজিবি কক্সবাজার সেক্টরের জি-২ মেজর আমিনুল ইসলাম জানান, প্রতিদিনের মতো বিজিবি সদস্যরা দমমিয়া চেকপোস্টের বিপরীতে লালদিয়া নামক স্থানে টহল দিচ্ছিলেন। ওই সময় একদল চোরকারবারীকে ধাওয়া করেন বিজিবি সদস্যরা। তিনি জানান, একপর্যায়ে চোরকারবারীরা বিজিবির আওতার বাইরে চলে যায়। এ সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বিজিবির টহলদলের উপর গুলিবর্ষণ করে। এতে বিপ্লব গুলিবিদ্ধ হন। এছাড়া বিজিবি’র নায়েক আবদুর রাজ্জাক নামে এক সদস্য নাফ নদীতে পড়ে গেলে বিজিপি সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। আহত বিজিবি সদস্যকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ধরে নিয়ে যাওয়া সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফিরিয়ে আনা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *