শীতলক্ষার বালি উত্তোলন ও জবরদখল: আটক-২

Slider গ্রাম বাংলা


গাজীপুর: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের তালতলা এলাকায় শীতলক্ষার নদী থেকে বালি উত্তোলন করে তীর ভরাট পূর্বক জবরদখলের অভিযোগে দুই জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। আটককুতরা আকিজ গ্রুপের কার্মচারী।
আজ বৃহসপতিবার এই ঘটনা ঘটে।

জানা যায়, আকিজ গ্রুপের পক্ষে শেখ বসির উদ্দিন সম্প্রতি ঘটনাস্থল এলাকায় কিছু জমি কিনে ভরাট কাজ শুরু করেন। এক পর্যায়ে সিএস ও এসএ রেকর্ডীয় শীতলক্ষার তীর দখলের উদ্দেশ্যে ভরাট কাজ করে। সংবাদ পেয়ে সংবাদকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করে গণমাধ্যমে সংবাদ দিলে প্রশাসন আজ এই ব্যবস্থা গ্রহন করে।

গতকাল বুধবার স্থানীয় তহসিল অফিস ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে ভরাটকৃত জায়গা খালি করার নির্দেশ দেন। তহসিলদার জানান, সিএস রেকর্ডমূলে নদী দখল হয়েছে কিন্তু আর এস রেকর্ডমূলে জমি দখল হয়নি। তকে নদী আইন লংঘন করে নদী দখলের অভিযোগ সত্য বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *