জামায়াতে ইসলামীর আহ্বানে সারা দেশে সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। দলটি মুজাহিদসহ আটক সব নেতাকর্মীর মুক্তির দাবিতে আজ বুধবার সকাল ৬টা থেকে কাল বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ২৪ ঘণ্টার শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি ঘোষণা করে। দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ গতকাল এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন।
রাজধানীতে বিক্ষোভ : আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে মৃত্যুদণ্ড প্রদানের রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গতকাল রাজধানীর মিরপুর, পল্টন, ফকিরাপুল, মগবাজার, উত্তরা, যাত্রাবাড়ীসহ বেশ কয়েকটি স্থানে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী। মিছিল শেষে পথসভায় বক্তারা জনগণের আশা-আকাক্সক্ষার প্রতি সম্মান প্রদর্শন করে অবিলম্বে ন্যায়বিচার নিশ্চিত করার মাধ্যমে আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে মুক্তি দেয়ার দাবি জানান এবং তিনিসহ সব জাতীয় নেতার মুক্তির দাবিতে বুধবার সারা দেশে সর্বাত্মক হরতাল পালনে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসার আহ্বান জানান।