অজানা কারণে সেন্সর বোর্ডের চৌকাঠ পেরুতে পারেনি মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত সিনেমা ‘শনিবার বিকেল’। দীর্ঘ চার বছর ধরে এর মুক্তির অনুমতি ঝুলে আছে। এ নিয়ে দফায় দফায় হয়েছে জরুরি সভাও। তবে এর মধ্যে নতুন সংবাদ এল- দেশে নয়, বিদেশের মাটিতে মুক্তি পাচ্ছে ‘শনিবার বিকেল’।
আগামী মাসের ১০ তারিখ যুক্তরাষ্ট্র ও কানাডায় সিনেমাটি মুক্তি পাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। এই নির্মাতার ভাষ্য, ‘আলহামদুলিল্লাহ! মার্চ মাসের ১০ তারিখে “শনিবার বিকেল” মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্র এবং কানাডায়। শিগগিরই জানানো হবে হল তালিকা। পর্যায়ক্রমে পৃথিবীর অন্যান্য দেশেও মুক্তি পাবে “শনিবার বিকেল”।’
জানা গেছে, সিঙ্গাপুরভিত্তিক পরিবেশক সংস্থা কন্টিনেন্টাল এন্টারটেইনমেন্ট পিটিই লিমিটেড (সিইপিএল) বিশ্বব্যাপী সিনেমাটির পরিবেশনার দায়িত্বে রয়েছে। ভারতীয় পরিবেশক সংস্থা রিলায়েন্স এন্টারটেইনমেন্টের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও কানাডায় সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ২০১৮ সালে মোস্তফা সরয়ার ফারুকী নির্মাণ করেন ‘শনিবার বিকেল’। এটি নির্মিত হয়েছে রাজধানীর গুলশানে হোলি আর্টিজানে ২০১৬ সালে ঘটে যাওয়া জঙ্গি হামলা ঘটনার ছায়া অবলম্বনে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, পরমব্রত চট্টোপাধ্যায়, ইয়াদ হুরানি, নাদের চৌধুরী, ইরেশ যাকের, ইন্তেখাব দিনারসহ অনেকেই।