মোহাম্মদ আল-আমীন,
সৌদি আরব
. ব্যুরো চীফ
রিয়াদঃ সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেটে ছয় মাসের জন্য নিষিদ্ধ করায় ক্ষোব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জেদ্দাস্থ প্রবীণ প্রবাসী বিশিষ্ট সাহিত্যিক আবুল বাসার বুলবুল বলেন, সাকিব আল-হাসানের অপরাধটা হয়তো বড় তাই শাস্তিটাও হয়েছে দীর্ঘ- কঠোরতর। তাঁর প্রতি নমনীয় হতে, দাবী করছি তাঁর শাস্তি কমিয়ে দিতে, অনুরোধ রাখছি। সে আমাদের ষ্টার, সুপার ষ্টার তাকে বাঁচাতে বিনীত আবাদর!
রিয়াদ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব আবুল বাসার মৃধা বলেন, এতো ছোট একটা কথার জন্য তাকে (সাকিব) এতো বড় শাস্তি দেয়া ঠিক হয়নি বিসিবির। তিনি আরও বলেন, সাকিব এখনো দেশ সেরা ক্রিকেটার। যারা দেশকে কিছু দেয় তাদেরকে একটু সেক্রিফাইজ করা উচিৎ।
এবিষয়ে সৌদি রাজপরিবারের চিকিৎসক দলের সদস্য ডাক্তার আরিফুর রহমান বলেন, সে খুব অহংকারী ছিলো।
রিয়াদে তৈরী পোশাক আমদানি কারক শরীফ কিংডম বলেন, বিসিবির শাস্তি শতভাগ সঠিক। সরকার তার পিছনে এতো টাকা খরচ করছে আর তার আচরণ বার বার আমাদেরকে বিস্মিত করে।
অটোকেড ডিজাইনার নূর হোসাইন বলেন, সাকিবকে এতো বড় শাস্তি দেয়া মোটেও উচিৎ হয়নি। ছয়মাস দেশের ভিতরে এবং দেড় বছর বিদেশ ক্রিকেট খেলা থেকে নিষিদ্ধ না করে অন্যকোন শাস্তি দেয়া যেতো। এক্ষেত্রে অর্থদন্ড দেয়ার পক্ষে মত দেন নূর হোসাইন।
মক্কা প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ফেরদৌস চৌধরী মিঠু বলেন, সাকিবের মতো ছেলে বাংলাদেশের পক্ষে ছয় মাস খেলতে পারবেন না দেশপ্রেম আছে এমন কেউ একথা বলতে পারেন না। সাকিবকে আজ বিশ্বব্যাপি সবাই চিনে বাংলাদেশি খেলোয়াড় হিসাবে।