বৃহত্তর আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে গণতন্ত্র মঞ্চের নেতারা। গতকাল শনিবার এক বিবৃতিতে সাত দলীয় জোট গণতন্ত্র মঞ্চ এ হুঁশিয়ারি দেয়।
নেতারা বলেন, ‘হামলা-মামলা, জেল-জুলুম দিয়ে সরকার তার মাফিয়াতন্ত্র চালিয়ে যেতে পারবে না। অবিলম্বে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে এ সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।’
ঢাবিতে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়ে এই জোটের নেতারা বলেন, ‘গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণঅধিকার পরিষদের ছাত্রসংগঠন ছাত্র অধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নেতাকর্মীদের ওপর দুই দফা হামলা চালিয়ে তাদের ৪০-৪৫ জন নেতাকর্মীকে আহত করে ছাত্রলীগের সন্ত্রাসীরা। বর্তমানে তারা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ফ্যাসিস্ট সরকারের ছাত্র সংগঠনের সন্ত্রাসী কার্যকলাপে শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা।’
নেতারা মনে করেন, ‘বর্তমান লুটপাট ও দুর্নীতিতে মশগুল থাকা সরকারকে টিকিয়ে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিরোধী মতের শিক্ষার্থীদের ওপর লাগাতার হামলা-নির্যাতন, গণরুম-গেস্টরুমে নির্যাতন করছে সরকারের ছাত্রসংগঠন ছাত্রলীগ। এই অবস্থা থেকে মুক্তি পেতে এই ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ ও শাসন ব্যবস্থা পরিবর্তনের আন্দোলনে সর্বস্তরের জনগণকে অংশ নেওয়ার আহ্বান জানান নেতারা।’