বগুড়া: মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বহাল রেখেছে। এ রায় কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে পুরো বগুড়ায় সতর্কাবস্থানে রয়েছে পুলিশ ও র্যাব।
বিশেষ করে জামায়াত অধ্যুষিত বগুড়া শহরের বিভিন্ন স্থান, শেরপুর, শাজাহানপুর ও কাহালু উপজেলাসহ বেশ কয়েকটি এলাকাকে কঠোর গোয়েন্দা নজরদারির আওতায় রাখা হয়েছে।
বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) গাজিউর রহমান জানান, পুরো জেলায় পুলিশের এক হাজার সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। তারা দুই শিফটে দায়িত্ব পালন করবেন।
এছাড়া র্যাবের দু’টি টিম তিন শিফটে পুরো জেলায় নিরাপত্তার কাজ করবেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।