‘দাবি না মানলে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন হতে পারে’

Slider রাজনীতি


নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানলে জাতিসংঘের তত্ত্বাবধানে আগামী জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে জোটের পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। দেশের মানুষও সেটা যানে। তাছাড়া বন্ধু রাষ্ট্রগুলো বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায়। যার কারণে বিদেশি কূটনীতিকরা বাংলাদেশে আসছেন।

এনপিপির চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ সরকার যদি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানে, তাহলে জাতিসংঘের তত্ত্বাবধানে বাংলাদেশে নির্বাচন হতে পারে।

ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ১০ দফা দাবিতে এখন যুগপৎ আন্দোলন চলছে। দাবি না মানলে ঈদের পর সরকার পতনের এক দফা আন্দোলন শুরু হবে।

পদযাত্রাপূর্ব সমাবেশে উপস্থিত ছিলেন এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মওলা চৌধুরী, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বাংলাদেশ জনকল্যাণ পার্টির সভাপতি ওবায়দুল হক পীরজাদা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *