শ্রীপুরে হ্যামস গার্মেন্টস লি: নির্মানাধীন ভবনের ছাদ ধ্বসে দুই নির্মাণ শ্রমিক নিহত

Slider জাতীয়


আবু সাঈদ, বিশেষ প্রতিনিধি,গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে হ্যামস গার্মেন্টস লি: নির্মানাধীন একতলা ভবনের ছাদ ধ্বসে দুই নির্মাণ শ্রমিক নিহত ও একজন আহত হয়েছে। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিস ও শ্রীপুর থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে। বুধবার (১৫ ফেব্রæয়ারী) বিকেল ৫টায় শ্রীপুর পৌরসভার দক্ষিন ভাংনাহাটি (বৈরাগীরচাল) এলাকার কারখানার ভিতরে এ ঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলো লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাসিরাম গ্রামের চান্দুরা ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৮), দিনাজপুরের চিরির বন্দর উপজেলার নানিয়াটিকর গ্রামের শ্রী রজনী চন্দের ছেলে শ্রী মুকুল চন্দ্র (৩৪)। আহত মামুন মিয়া (২৬) কুড়িগ্রামের বকুলতলা (কচাঘাটা) গ্রামের আজিম খাঁর ছেলে মামুন খাঁ (২৬)।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বিকেলে হ্যামস গার্মেন্টেসের ছাদ ঢালাই করার সময় নির্মাণাধীন ভবনটি ধসে পড়ে। এখন পর্যন্ত আরিফুলসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মামুন নামে একজন গুরুতর আহত হয়েছেন। শ্রীপুর ফায়ার সার্ভিস উদ্ধার কাজ করছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে ভবন নির্মাণে ঠিকাদারের দায়িত্বে ছিলেন সারা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্সট্রাকশন লিমিটেড। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী শফিক মোল্লা জানান, ভবন নির্মাণে ৭৩ জন শ্রমিক কাজ করছিলেন। কতজন নিখোঁজ আছে আমরা খোঁজ নিচ্ছি। তবে হতাহতের বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বিজন মালাকার জানান, সন্ধ্যা ৬ টার দিকে আরিফুল ইসলামকে মৃত অবস্থায় ও মামুন খাঁকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। আহত মামুনের মাথায় গুরুতর আঘাত না থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *