বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ক্ষমতাসীনদের উদ্দেশে বলেছেন, ‘আগামীতে খেলা অবশ্যই হবে। তবে তা হতে হবে নিরপেক্ষভাবে ও নিরপেক্ষ রেফারির অধীনে। সেই খেলায় খালেদা জিয়া জিতবেন। নিরপেক্ষ রেফারি ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না।’
আজ সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে জাসাস ঢাকা মহানগরের উদ্যোগে সংগঠনের বাড্ডা, রামপুরা, হাতিরঝিল ও উত্তরা-পূর্ব থানার যৌথ কর্মীসভায় তিনি এসব কথা বলেন। ।
আমান উল্লাহ আমান বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন- ‘‘আসল খেলা হবে ডিসেম্বরের নির্বাচনে।’’ আসল খেলা যদি তিনি খেলতে চান, নিরপেক্ষ রেফারি তো লাগবে। রেফারি যদি পক্ষপাতিত্ব করে, সেই খেলা কি জনগণের কাছে গ্রহণযোগ্য হবে? হবে না। শেখ হাসিনাকে (প্রধানমন্ত্রী) রেফারি রেখে ওবায়দুল কাদেররা খেলতে চান; কিন্তু শেখ হাসিনা তো নিরপেক্ষ রেফারি নন।’
আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, ‘ইউনিয়নে বিএনপির পদযাত্রার কর্মসূচি পণ্ড করতে তারা গুলি চালিয়েছে, গ্রেপ্তার করেছে, ব্যানার কেড়ে নিয়েছে। এটা কি নিরপেক্ষ রেফারির কাজ? এই রেফারি যদি থাকেন এবং তার অধীনে যদি নির্বাচন হয়, জনগণ আবারও ভোট দিতে পারবে না।’
আমান বলেন, ‘নিরপেক্ষ রেফারি ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। তাই অবিলম্বে শেখ হাসিনাকে পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয়-নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। তারাই নতুন নির্বাচন কমিশন গঠন করবেন। তাদের অধীনেই আগামীতে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে।’
জাসাস ঢাকা মহানগরের আহ্বায়ক শরীফুল ইসলাম স্বপনের সভাপতিত্বে এবং সদস্যসচিব আনোয়ার হোসেন আনুর সঞ্চালনায় যৌথসভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক, জাসাসের কেন্দ্রীয় সদস্যসচিব জাকির হোসেন রোকন প্রমুখ।