সোমবার (১৩ ফেব্রুয়ারি) মাঘ মাসের শেষ দিন। কাগজে-কলমে আগামীকাল মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বসন্তের প্রথম দিন, শেষ হচ্ছে শীত মৌসুম। তবে আবহাওয়া অধিদফতর বলছে, সোমবার থেকে সারা দেশে দিনে ও রাতের তাপমাত্রা আবারো কমতে পারে। কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দেশের অন্যত্র রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ বিহার এবং বিহার-সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আবহাওয়া অধিদফতরের দেয়া তথ্য মতে, রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১২ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস।
সোমবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৫২ মিনিটে।