ঢাকাঃ ১৫৩তম রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে স্বপ্নদলের প্রযোজনা ‘চিত্রাঙ্গদা’-র দু’টি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম প্রদর্শনীটি ৭ই মে সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হবে।
পরদিন ৮ই মে সন্ধ্যা সাতটায় বেইলি রোডস্থ অফিসার্স ক্লাবে আরেকটি প্রদর্শনী হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের চিরায়ত সৃষ্টি ‘চিত্রাঙ্গদা’-র গবেষণাগার নাট্যরীতিতে নাটকটি নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
‘চিত্রাঙ্গদা’ প্রযোজনার গ্রন্থিকরা হলেন, সোনালী রহমান, সুকন্যা আমীর, ফারজানা রহমান মিতা, মোস্তাফিজুর রহমান, হাসান রেজাউল, শিশির সিকদার, সামাদ, মাধূরী বেপারী সুমি, এনামুল হক শাহীন, সাইফুন নেসা জেবু, রেজাউল মাওলা নাবলু, হিটলারম্যান রাজু, তানভীর শেখ, শারীফা রিমু, আলী হাসান, সাইদ মাহবুব, উজ্জ্বল হোসেন প্রমুখ।