শাহজানপুরে হাইব্রিড জাতের ফার্স্ট লেডি পেঁপের বাম্পার ফলন

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি


মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় হাইব্রিড জাতের ফার্স্ট লেডি নামের পেঁপের বাম্পার ফলন হয়েছে। এতে লাভবান হচ্ছে কৃষক। বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এ পেপে চাষ। বগুড়ার শাজাহানপুর উপজেলার জুসখোলা গ্রামে ব্যাপকভাবে চাষ হয়েছে ‘ফাস্ট লেডি’ পেঁপের। আড়াই থেকে তিন ফুট উচ্চতার প্রতিটি গাছে ৫০ থেকে একশ’ কেজি পেঁপে ধরেছে। পেঁপেগুলো আকারেও বেশ বড়। প্রতিটির ওজন দুই থেকে ছয় কেজি পর্যন্ত।

শাজাহানপুর গ্রামের তরুণ কৃষক ওমর ফারুক বৈজ্ঞানিক পদ্ধতিতে ফার্স্ট লেডি পেঁপের চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। ইতোমধ্যে প্রায় একশ মণ পেঁপে বিক্রি করেছেন তিনি। তার সফলতা দেখে এ ফসল চাষে আগ্রহ দেখাচ্ছেন অনেক কৃষক।

বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার কৃষিবিদ মো. নূরে আলম জানিয়েছেন পেঁপে চাষীদের সার্বিক সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। কৃষকের ভাগ্য পরিবর্তনে ফার্স্ট লেডি জাতের পেপে চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে কৃষি বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *