হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে মেসিকে ছাড়াই নামতে হতে পারে পিএসজিকে।
এর আগে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেছেন কিলিয়ান এমবাপ্পে। মিউনিখের বিপক্ষে মেসিকে না পেলে বড় ধাক্কা খাবে প্যারিসের দলটি।
পরশু রাতে মার্শেইয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে ফ্রেঞ্চ কাপ থেকে বিদায় নিয়েছে পিএসজি। সেই ম্যাচে চোটে পড়েন মেসি। ফ্রান্সের সংবাদমাধ্যম লেকিপ বলছে, মেসির চোট এতটাই গুরুতর যে হয়তো বায়ার্নের বিপক্ষে ম্যাচ থেকে তিনি ছিটকে যেতে পারেন।
বায়ার্নের বিপক্ষে ম্যাচের আগে অবশ্য লিগ ‘আ’তে মোনাকোর বিপক্ষে খেলবে পিএসজি। সেই ম্যাচে এরই মধ্যে মেসির ছিটকে পড়ার কথা নিশ্চিত করেছে লেকিপ। তবে মোনাকোর বিপক্ষে পাওয়া না গেলেও পিএসজি আশা করছে, বায়ার্ন ম্যাচের আগে পুরোপুরি ফিট হয়ে ফিরবেন মেসি।
এমবাপ্পেকে হারিয়ে এমনিতেই আগে থেকে চাপে আছে পিএসজি। এর সঙ্গে যুক্ত হয়েছে ফ্রেঞ্চ কাপ থেকে বিদায়ের হতাশা। এখন মেসিকেও হারাতে হলে সেটি নিজেদের প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের আশায় থাকা পিএসজির জন্য বড় ধাক্কা হবে।