দু’ঘণ্টা পর সড়ক অবরোধ তুলে নিল শিক্ষার্থীরা

Slider চট্টগ্রাম জাতীয়

Sujan_shamim_569099669
চট্টগ্রাম: নগরীর আকবর শাহ থানার সিটি গেইট এলাকায় ট্রাকচাপায় দুই কলেজ ছাত্র নিহতের পর দেয়া সড়ক অবরোধ তুলে নিয়েছে বিক্ষুব্ধরা।

এর ফলে শনিবার (১৩ জুন) দুপুর ১টা থেকে মহাসড়কে আবারও যানবাহন চলাচল করতে শুরু করেছে। সকাল ১১টার দিকে নিহত দুই ছাত্রের বিক্ষুব্ধ সহপাঠী ও এলাকাবাসী সড়ক অবরোধ করেছিল।

শনিবার সকাল পৌনে ১১টার দিকে সিটি গেইটের অদূরে একটি গলির ভেতর মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের সামনে ট্রাকচাপায় ওই প্রতিষ্ঠানের দুই ছাত্র নিহত হন। এ ঘটনায় আরও দুই ছাত্র আহত হয়েছেন।

এরা হলেন, ওয়াহিদুল ইসলাম সুজন (২০) ও দোলোয়ার হোসেন শামীম (২০)। তারা উত্তর কাট্টলী মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের বিবিএ হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

নিহত সুজন সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকার এনামুল হকের ছেলে। শামীম একই উপজেলার বারআউলিয়া এলাকার শামসুল হকের ছেলে।

নগর পুলিশের ডবলমুরিং জোনের সহকারি কমিশনার উ খ্য সিং  বলেন, দুপুর একটার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। মহাসড়কে এখনও যানজট আছে। তবে আস্তে আস্তে গাড়ি চলাচল শুরু হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *