প্রয়াত চেয়ারম্যানের চেয়ারে বসতে গিয়ে কাঁদলেন স্ত্রী

Slider ফুলজান বিবির বাংলা

প্রয়াত স্বামী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাজুল ইসলামের চেয়ারে বসতে গিয়ে কেঁদে উপস্থিত স্থানীয়দের অশ্রুসিক্ত করেছেন নীশি বাবলু। শপথ শেষে গতকাল সোমবার ইউনিয়ন পরিষদের নিজ কার্যালয়ের চেয়ারে বসতে গেলে কেঁদে উঠেন নির্বাচিত এই জনপ্রতিনিধি।

স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৫ নম্বর দেওখোলার ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম বাবলু গত বছরের ২৭ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় ভারতের একটি হাসপাতালে মারা যান। উপজেলা প্রশাসন ৬ অক্টোবর পদটি শুন্য ঘোষণা করে। সেই পদে ক্ষমতাসীন দলের নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রয়াত চেয়ারম্যানের স্ত্রী ফরিদা ইয়াছমিন নীশি ওরফে নীশি বাবলু। ২০২২ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নীশি বাবলু জয়লাভ করেন।

এরপর গত রোববার (৫ ফেব্রুয়ারি) ময়মনসিংহের জেলা প্রশাসকের কার্যালয়ে চেয়ারম্যান নীশি বাবলুর শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান। পরে গতকাল সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া। দোয়া শেষে চেয়ারম্যানের চেয়ারে বসতে গেলে কান্নায় ভেঙ্গে পড়েন নীশি বাবলু। তখন উপস্থিত সকলে কান্নায় ভেঙ্গে পড়েন।

এ সময় উপস্থিত ছিলেন প্রয়াত তাজুল ইসলাম বাবলুর মেয়ে জান্নাতুল ফেরদৌস তাছনিয়া (জান্নাত), একমাত্র ভাই শফিকুল ইসলাম মাস্টার, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রয়াত চেয়ারম্যানের ভক্ত ও স্বজনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *