ফারদিন হত্যায় ডিবির চূড়ান্ত প্রতিবেদন, বুশরাকে অব্যাহতি

Slider বাংলার আদালত


বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পুলিশের তদন্ত প্রতিবেদনে মামলার আসামি ফারদিনের বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) রামপুরা থানার আদালতের নিবন্ধন শাখায় এ প্রতিবেদন জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (ডিবি) ইয়াসিন শিকদার।

আগামী ১৪ ফেব্রুয়ারি আদালতে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।
গত ৮ জানুয়ারি ফারদিন হত্যা মামলায় আমাতুল্লাহ বুশরাকে জামিন দেন সপ্তম অতিরিক্ত ঢাকা মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার।

এর আগে, ফারদিনকে খুন করা হয়েছে দাবি করে বুশরাসহ অজ্ঞাতনামাদের নামে হত্যা মামলা দায়ের করেন ফারদিনের বাবা। এরপর গত ১০ নভেম্বর সকালে রাজধানীর রামপুরার নিজবাসা থেকে বুশরাকে গ্রেপ্তার করে পুলিশ।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর রাজধানীর ডেমরা থেকে নিখোঁজ হন বুয়েট শিক্ষার্থী ফারদিন। ৭ নভেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদরের সিদ্ধিরগঞ্জ বনানী ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

ময়নাতদন্তের পর চিকিৎসকরা হত্যার কথা বললেও বিভিন্ন নাটকীয়তার পর পুলিশ ও র‌্যাব জানায়, ফারদিন স্বেচ্ছায় মৃত্যুবরণ বা আত্মহত্যা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *