চলতি বছরের জানুয়ারিতে সারা দেশে ৫৯৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে মোট ৫৮৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৮৯৯ জন। একই সময় রেলপথে দুর্ঘটনা ঘটেছে ৪৪টি। এতে নিহত হয়েছেন ৪৬ জন, আহত হয়েছেন ৭৮ জন। নৌ-পথে দুর্ঘটনা ঘটেছে ১৩টি। এর ফলে ১১ জন নিহত হয়েছেন, একজন আহত ও নিখোঁজ রয়েছেন ছয়জন।
আজ শনিবার সকালে এ তথ্য জানায় দুর্ঘটনা নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জানুয়ারি মাসে সড়ক, রেল ও নৌ-পথে মোট ৬৫০টি দুর্ঘটনায় ৬৪২ প্রাণহানি ও ৯৭৮ জন আহত হয়েছেন।
এতে আরও বলা হয়, ২০২২ সালের জানুয়ারি মাসের চেয়ে ২০২৩ সালের জানুয়ারি মাসে সড়ক দুর্ঘটনা বেড়েছে ৫ দশমিক ৩ শতাংশ। আর দুর্ঘটনায় আহতের সংখ্যা বেড়েছে ১০ দশমিক ৪ শতাংশ বেড়েছে। তবে প্রাণহানি কমেছে ৪ দশমিক ৬ শতাংশ।