ছেড়ে দেওয়া আসনে ফের এমপি হলেন সাত্তার

Slider ফুলজান বিবির বাংলা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে বিএনপি থেকে পদত্যাগ করা উকিল আবদুস সাত্তার ভূঁইয়া বেসরকারিভাবে জয়ী হয়েছেন। আজ বুধবার তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. শাহাগীর আলম।

সরাইল ও আশুগঞ্জ উপজেলার মোট ১৩২টি কেন্দ্রের ফলাফলে স্বতন্ত্র প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূইয়া (কলারছড়ি) পেয়েছেন ৪৪ হাজার ৯১৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবদুল হামিদ (লাঙ্গল) পেয়েছেন ৯ হাজার ৬৩৫ ভোট, আবু আসিফ আহমেদ মটরগাড়ি (কার) স্বতন্ত্র পেয়েছেন ৩ হাজার ২৬৯ ভোট, জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল (গোলাপফুল) পেয়েছেন ১ হাজার ৮১৮ ভোট এবং জিয়াউল হক মৃধা পেয়েছেন ৪৮৪ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মোট ১৩২টি কেন্দ্রে ভোটার সংখ্যা ছিলেন ৩ লাখ ৭৩ হাজার ৩১৯। ভোট দিয়েছেন ৬০ হাজার ১২২ জন ভোটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *