একাই ৩৩ আসনে নির্বাচন করবেন ইমরান খান

Slider সারাবিশ্ব


পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান এবারের নির্বাচনে একাই ৩৩টি আসনে লড়ার ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসের শুরুর দিকে পিটিআইয় আইনপ্রণেতাদের ৩৩টি আসন শূন্য ঘোষণা করে পাকিস্তানের নির্বাচন কমিশন। আগামী মার্চে জাতীয় পরিষদের ওই আসনগুলোতে উপনির্বাচনের কথা রয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ওই আসনগুলোতে আগামী ১৬ মার্চ উপনির্বাচন অনুষ্ঠিত হবে। পিটিআই-এর মতে, ওই আসনগুলো থেকে পদচ্যুত হওয়া আইনপ্রণেতারাও তাদের মনোনয়নপত্র জমা দেবেন।

ক্ষমতাসীন জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের (পিডিএম) এর আগেও একাধিক আসনে নির্বাচন করেছিলেন ইমরান। এর আগে ২০২২ সালের অক্টোবরে অনুষ্ঠিত উপনির্বাচনে আটটি আসন থেকে নির্বাচন করেছেন পিটিআই চেয়ারম্যান। এর মধ্যে ৬টিতেই জয় পেয়েছিলেন তিনি।

ইমরানের সিদ্ধান্তের বিষয়ে লাহোরে পিটিআই নেতা শাহ মাহমুদ কুরেশি বলেন, জামান পার্কে কোর কমিটি ও সংসদীয় দলের সদস্যদের বৈঠকের পর সব শূন্য আসনে ইমরান খানকে প্রার্থী করার সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে যে পিটিআই নির্বাচনে পুরোপুরি অংশগ্রহণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *