টঙ্গী মডেল থানা ভবন এলাকায় জলাবদ্ধতা

Slider বাংলার মুখোমুখি

11535903_869267326476667_4966842765224730076_n

 

 

 

 

 

 

 

তুহিন সারোয়ারঃ-

জলাবদ্ধতা থেকে মুক্তি মিলছে না গাজীপুর সিটি করপোরেশনের নাগরিকদের। পয়ঃনিষ্কাশনের যথোপযুক্ত ব্যবস্থা না থাকায়, সামান্য বৃষ্টিতেই খোদ টঙ্গী মডেল থানা ভবন এলাকায় ও সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। আজ বেলা সাড়ে ১১টায় টঙ্গী মডেল থানা ভবনের ভিতরে এবং সামনে প্রচন্ড জলাবদ্ধতা দেখা যায়।খোঁজা নিয়ে জানা যায়, গত বুধবার দিনগত রাত থেকে টানা বৃষ্টির কারণে গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় পানি জমেছে। রাস্তাঘাট পানি জমে যাওয়ায় যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া বৃষ্টির ফলে জমে যাওয়া পানিতে গাজীপুর শহরের নিচু এলাকায় ছোট ছোট বস্তি ও টিনশেড ঘরে পানি ঢুকে পড়েছে। সরেজমিন এরশাদনগর বস্তি. হোসেন মার্কেট. ব্যাংকের মাঠ বস্তি,এলাকায় রাস্তার পাশে নিচু জায়গায় পানি জমে থাকতে দেখা যায়। ব্যাংকের মাঠ বস্তি এলাকায় বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া বাড়ির মালিক রাশিদুল হাসান তিনি জানান, একটু বৃষ্টি হলেই ঘর ডুবে যায়।টঙ্গীর প্রধান সড়ক ঢাকা ময়মনসিংহ রোডে কলেজগেট নগর ভবনের সামনে জলাবদ্ধতা। গাজীপুরা থেকে সাতাইশ রোড,হোসেন মার্কেট এর সামনেও জলাবদ্ধতা।এছাড়া গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন স্থানেও অনুরুপ জলাবদ্ধতার খবর পাওয়া গেছে। গাজীপুর সিটি করপোরেশনের বাইরে, জেলার ৫টি উপজেলার নিম্মাঞ্চল পানিতে তলিয়ে গেছে। বর্ষার পানি না আসলেও পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অতিবৃষ্টির কারণে এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।এ সব বিষয়ে জানতে গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে ফোন করেও পাওয়া যায়নি।

ছবিটি তুলেছেন – টঙ্গী মডেল থানার পুলিশ সদস্য,
— হামিদ ফরিদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *