স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘শুধু পোলট্রি নয়; আমরা গবাদিপশুতেও এগিয়ে আছি। আমি যতবার ভারত সফর করি, সেখানকার সরকার বলেÑ তোমাদের গরু দেব না। আমি বলিÑ আপনারা গরু দেওয়া বন্ধ করে দিলেই বরং আমরা কৃতজ্ঞ থাকব। আমরা গবাদিপশুতে প্রায় স্বনির্ভর হয়ে গেছি; আপনারা পাঠানো বন্ধ করলে পুরোপুরি স্বনির্ভর হয়ে যাব।’
গতকাল শনিবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) দুই দিনব্যাপী ‘বাংলাদেশ পোলট্রি কনভেনশন ২০২৩’-এর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। ‘পোলট্রি প্রফেশনাল বাংলাদেশ’ (পিপিবি) প্রথমবারের মতো এ সম্মেলন আয়োজন করেছে।
পোলট্রি খাতের ব্যবসায়ীদের উদ্দেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নানা সমস্যা থাকা সত্ত্বেও আপনার এই শিল্পকে টিকিয়ে রেখেছেন। এই খাত আমাদের দৈনিক আমিষের চাহিদা জোগান দিচ্ছে।’
আসাদুজ্জামান আরও বলেন, ‘আজকের এ সম্মেলনে পোলট্রিশিল্পের যেসব সমস্যার কথা উঠে এসেছে, আমি সেগুলো জেনেছি। আপনারা প্রাণিসম্পদমন্ত্রী ও সচিবকেও জানাবেন। আপনাদের বিষয়ে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া, ইউনিডো বাংলাদেশ প্রতিনিধি ড. জাকি উজ জামান ও পিপিবি উপদেষ্টা ডা. মোসাদ্দেক হোসেন।