বৃহস্পতিবার পাঁচ জেলায় বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালে দুইজন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন, মুন্সীগঞ্জে একজন ও কুমিল্লায় একজনের মৃত্যু হয়েছে। এ সময় সাতজন আহত হয়েছেন। আমাদের স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে জানান, জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার দুপুরে মাঠে কাজ শেষে গাছের নিচে ভাত খেতে বসে হঠাৎ বজ্রপাতে মারা গেছেন দুই কৃষক। এ ছাড়া অপর এক বজ্রপাতের ঘটনায় দুই স্কুল শিক্ষার্থী আহত হন। নিহতরা হলেন, আন্দারমানিক গ্রামের ফজলে করিম সিকদারের ছেলে কৃষক রুস্তুম আলী সিকদার (৬০) ও একই গ্রামের আলিমুদ্দিন হাওলাদারের ছেলে ইসাহাক আলী হাওলাদার (৪০)। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, সকাল ১০ টার দিকে জেলার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের পরাতকান্দি গ্রামের চুন্টা হাওরে বজ্রপাতে সোলেমান আলী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ থেকে জানান, সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার কাঠপট্টি এলাকায় হাতেম আলীর ইটের ভাটায় বজ্রপাতে নুর হোসেন (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুই জন। নুর হোসেন শরিয়তপুরের জাজিরা উপজেলার জাজিরা গ্রামের সামসুল বেপারীর ছেলে। স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে জানান, সকাল সাড়ে ৮ টার দিকে জেলার তিতাসে মেঘনা নদীপাড়ের নতুন বাটেরা বজ্রপাতে মানিক চন্দ্র দাস (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। মানিক চাঁদপুরের কচুয়া উপজেলার মধুপর গ্রামের হরিফত চন্দ্র দাসের ছেলে। গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধার ফুলছড়িতে বজ্রপাতে মিলন মিয়া (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। উপজেলার ফুলছড়ি ইউনিয়নের টেংরাকান্দি গ্রামে বুধবার রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মিলন মিয়া ওই গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।