টানা কয়েকদিনের তাপদাহের পর রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। এতে তীব্র ভ্যাঁপসা গরম থেকে স্বস্তি মিললেও ভোগান্তিতে পড়েন নগরবাসী। সকালে বাসা থেকে বের হয়েই নানা দুর্ভোগের শিকার হন তারা। আজ সকাল ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত টানা ভারি বৃষ্টি হয়। এতে রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তা ও অলিগলি এবং নিচু জায়গায় পানি জমে যায়। বাসা থেকে বের হয়ে অফিস মানুষ ও স্কুল-কলেজগামী ছাত্রছাত্রীরা ভোগান্তিতে পড়েন। যানবাহনের অভাবে অনেকে বিপাকে পড়েন। এই সুযোগে রিকশা ও অটোরিকশা চালকরা অতিরিক্ত ভাড়া হাঁকেন। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ সকাল ৬টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত রাজধানীতে ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির এ ধারা সারাদিনই অব্যাহত থাকারও পূর্বাভাস দেয়া হয়েছে। এদিকে রাজধানীর বাইরে বিভিন্ন জেলায় ভারি বৃষ্টিপাত হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে সিলেটে। গত রাত ১২ থেকে সকাল পর্যন্ত ১২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া রংপুর, ময়মনসিংহ, দিনাজপুর, টাঙ্গাইল, ফেনী, হাতিয়া, ইশ্বরদী, মাইজদীতেও ভারিপাত বৃষ্টিপাত হয়েছে। ওদিকে দুর্যোগপূর্ন আবহাওয়ার জন্য মাছধরার ট্রলারগুলোতে তীরের কাছাকাছি থাকার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।