সাতক্ষীরার শ্যামনগরে একই সময়ে বজ্রপাতে চার গ্রামে চার জন নিহত ও সাতজন আহত হয়েছেন । আজ ভোরে এ বজ্রপাতের এই ঘটনা ঘটে । শ্যামনগরের গাবুরা গ্রামের কৃষক আনিস রহমান জানান, নিহতরা হচ্ছেন, উপজেলার পাতড়াখোলা গ্রামের আমজাদ আলির স্ত্রী সাজেদা খাতুন ( ৩৫ ) । তিনি তার পিত্রালয় কাশিপুরে মাঠ দিয়ে পানি আনতে যাবার সময় বজ্রপাতে নিহত হন । নিহত অপর তিনজন হলেন, তারানিপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে আবদুল হামিদ ( ৪৫ ), পরানপুর গ্রামের নোয়াবদি গাজির ছেলে জিয়াদ আলি ( ৭০ ) ও গাবুরা ইউনিয়নের ৯ নং সোরা গ্রামের রহমান পাড়ের স্ত্রী নুরনাহার (২৬)। এদের মধ্যে আব্দুল হামিদ তার মৎস্য ঘেরে যাওয়ার সময় ও জিয়াদ আলী বিলের মধ্যে ছাগল চরানোর সময় বজ্রাঘাতে মারা যান এবং নুরনাহার আহত অবস্থায় বেলা সাড়ে ১১ টার দিকে মারা যান। এদিকে, তাদের মৃত্যুতে গোটা শ্যামনগর উপজেলা ব্যাপী শোকের ছায়া নেমে এসেছে। গ্রামবাসী জানান পৃথক বজ্রপাতের এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে সাতজন । আহতদেরকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বজ্রপাতে একটি গরুও মারা গেছে । শ্যামনগর থানার ওসি এনামুল হক চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।