রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল বুধবার : সিইসি

Slider জাতীয়


দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল বুধবার (২৫ জানুয়ারি) ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার।

কাজী হাবিবুল আউয়াল বলেন, আইন অনুযায়ী স্পিকারের সঙ্গে এ ব্যাপারে আলোচনা হয়েছে। আগামীকাল (বুধবার) কমিশন সভা শেষে রাষ্টপ্রতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি কার্যভার গ্রহণের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর অধিষ্ঠিত থাকতে পারবেন তার পদে। বর্তমান রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ কার্যভার গ্রহণ করেন ২০১৮ সালের ২৪ এপ্রিল। সে হিসেবে আগামী ২৩ এপ্রিল তার দায়িত্বের পাঁচ বছর শেষ হচ্ছে।

এদিকে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হয়ে থাকেন সংসদ সদস্যরা। এ কারণে সংসদে বৈঠকের প্রয়োজন হয়। কিন্তু বর্তমান সংসদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নিয়োগ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এ জন্য আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের প্রার্থী দেয়ার সম্ভাবনা নেই। আর রাষ্ট্রপতি পদে যদি একজন প্রার্থী থাকে তাহলে এ নির্বাচনের জন্য সংসদের বৈঠক বা ভোটের প্রয়োজন হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *