২০ জেলায় নতুন ডিসি, সচিব হলেন ৪ জন

Slider জাতীয়

78946_gvt

 

 

 

 

 

২০ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া ডিসি পদে দায়িত্বপালনকারী কয়েক জন যুগ্ম-সচিবকে প্রত্যাহার করে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে নিয়োগ করা হয়েছে। একই সঙ্গে চার জন ভারপ্রাপ্ত সচিব ও ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় কর্মরত কর্মকর্তাদের সচিব হিসাবে পদোন্নতি দেয়া হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নতুন ডিসি নিয়োগ, সচিব পদোন্নতি ও ডিসিদের প্রত্যাহার সংক্রান্ত আলাদা আলাদা আদেশ জারি হয়েছে। সচিব পদে পদোন্নতি পাওয়া চার কর্মকর্তা হলেন-বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. শাহজাহান আলী মোল্লা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মো. সোহরাব হোসাইন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী। এদিকে পানি সম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব খিজির আহমেদকে স্বেচ্ছায় অবসর প্রদানের সুবিধার্থে তার পানি সম্পদ মন্ত্রণালয়ে সংযুক্তি বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। ডিসি পদে নিয়োগের আদেশে বগুড়া, মাদারীপুর, বরিশাল, শেরপুর, ঝালকাঠি, রংপুর, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুড়িগ্রাম, ঝিনাইদহ, নওগাঁ, দিনাজপুর, মেহেরপুর, গাইবান্ধা, নড়াইল, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জ জেলায় নতুন ডিসি নিয়োগ হয়েছে। আর হবিগঞ্জ, মাদারীপুর ও কিশোরগঞ্জের ডিসিদের অন্য জেলায় বদলি করা হয়েছে। এদিকে যুগ্ম সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত ৯ জন ডিসিকে প্রত্যাহার করা হয়েছে। গাজীপুরের ডিসি মো. নূরুল ইসলামকে প্রত্যাহার করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংযুক্ত, শেরপুরের ডিসি মোহাম্মদ জাকির হোসেনকে কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব, ঝালকাঠির ডিসি মো. শাখাওয়াত হোসনকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংযুক্ত, গাইবান্ধার ডিসি মো. ইহসান-ই-এলাহীকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব, কুড়িগ্রামের ডিসি এবিএম আজাদকে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব, নড়াইলের ডিসি এ গফফার খানকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব, সিলেটের ডিসি মো. শহিদুল ইসলামকে যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক, মেহেরপুরের ডিসি মো. মাহমুদ হোসেনকে ঢাকা ওয়াসার সচিব এবং চুয়াডাঙ্গার ডিসি মো. দেলোয়ার হোসেনকে এফডিসির পরিচালক পদে পদায়ন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *