মারা গেছেন গীতিকার আশেক মাহমুদ

Slider বিনোদন ও মিডিয়া


না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন প্রখ্যাত গীতিকার সৈয়দ আশেক মাহমুদ। শনিবার (২১ জানুয়ারি) ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
সংবাদমাধ্যমে সৈয়দ আশেক মাহমুদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন গীতিকবি সংঘের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল।

তিনি জানান, মৃত্যুর খবরটি শোনার পর অনেক শোকাহত আমরা সবাই। কারণ, তিনি শুধু গীতিকবি সংঘের সম্মানিত উপদেষ্টাই ছিলেন না, আমাদের সংগঠনের অন্যতম অভিভাবকও ছিলেন। গীতিকবি সংঘের পক্ষ থেকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। সেই সঙ্গে তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি আমরা।

রুনা লায়লা, সাবিনা ইয়াসমীনসহ দেশের আরও অনেক শিল্পীর জন্য গান লিখেছেন প্রখ্যাত এই গীতিকার।

আশেক মাহমুদ লেখা উল্লেখ্য কিছু গানের মধ্যে, জনপ্রিয় সংগীতশিল্পী তপন চৌধুরীর গাওয়া বিখ্যাত গান ‘আমি সবকিছু ছাড়তে পারি’। রবি চৌধুরীর গাওয়া ‘পৃথিবীকে চিনি আর তোমাকে চিনি’, শুভ্র দেবের গাওয়া-‘ও বেহুলা বাঁচাও’, ‘কুমার বিশ্বজিতের গাওয়া ‘মুক্তিযুদ্ধ করেছি আমরা দূরন্ত’ সহ প্রভৃতি গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

প্রসঙ্গত, রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে আজ (২১ জানুয়ারি) আসর নামাজের পর জনপ্রিয় এই গীতিকারের নামাজে জানাজা এবং দাফন সম্পন্ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *