সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হয়েছে। সরকারের মন্ত্রী, সংসদ সদস্যসহ আওয়ামী লীগের বহু নেতাকর্মী ছবিটি শেয়ার করেছেন। এটি ঘিরে সাধারণ মানুষেরও আগ্রহের কমতি নেই।
ছবিটিতে দেখা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সরিষার তেলের বোতল হাতে নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে আছেন।
ছবিটি শেয়ার করে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার ফেসবুক পোস্টে লেখেন, ‘বিজ্ঞাপন নয় বাস্তব’। জাতির পিতার সুযোগ্য কন্যা, কৃষকরত্ন, জননেত্রী শেখ হাসিনা, যার নেতৃত্বে সারা বাংলাদেশে কৃষি বিপ্লব ঘটে যাচ্ছে। তিনি গণভবনের প্রতি ইঞ্চি জমির সঠিক ব্যবহার করে নানান ধরনের ফল, ফসল, শাক-সবজি, তরি-তরকারি, তেল, মধু, মশলাসহ অনেক কিছুই উৎপাদন করেন।
‘জননেত্রী শেখ হাসিনা, আমাদের অনুপ্রেরণা’, যোগ করেন তিনি।
ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে।
ছবিটির বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গুলশাহানা ঊর্মি সংবাদমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রীর ওই ছবিটি একটি টেলিভিশন চ্যানেলের জন্য বিশেষ অনুষ্ঠান রেকর্ডিং করার সময় তোলা হয়েছে। যেহেতু ওই অনুষ্ঠানটি এখনও প্রচারিত হয়নি, তাই সেটির নাম এখনই বলা সম্ভব হচ্ছে না।