আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তানের রাজনীতির মাঠ। পাঞ্জাবের পর এবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক পরিষদ ভেঙে দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
সংবাদমাধ্যম ডন জানায়, পিটিআই চেয়ারম্যান ইমরান খানের নির্দেশে গভর্নর হাজি গুলাম আলী বুধবার (১৮ জানুয়ারি) প্রাদেশিক পরিষদ ভেঙে দেয়ার চিঠিতে সই করেছেন। নিয়মানুযায়ী, ৯০ দিনের মধ্যে নির্বাচন দিতে হবে শাহবাজ সরকারকে।
আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠানে সরকারের ওপর চাপ তৈরি করতে নির্ধারিত সময়ের আগেই খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক পরিষদ ভেঙে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইমরান খানের দল পিটিআই।
খাইবার পাখতুনখোয়ার গভর্নর হাজী গুলাম আলী বুধবার স্থানীয় সময় সকালে প্রাদেশিক পরিষদ বিলুপ্ত ঘোষণা করে তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রীর নাম প্রস্তাবের জন্য পিটিআই নেতা মাহমুদ খান ও বিরোধী দল জেইউআই-এফ নেতা আকরাম খান দুররানির কাছে চিঠি পাঠিয়েছেন।
তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে নিজেদের মনোনীত ব্যক্তির নাম পাঠাতে ২১ জানুয়ারি পর্যন্ত সময় বেধে দেয়া হয়েছে। এর আগ পর্যন্ত পিটিআই নেতা মাহমুদ খান অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে দলটি।
এর আগে, পাঞ্জাবের প্রাদেশিক পরিষদ বিলুপ্ত ঘোষণা করে পিটিআই। নির্ধারিত সময়ের আগেই দুটি প্রাদেশিক পরিষদ ভেঙে দেয়ায়, নিয়মানুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন দিতে হবে শাহবাজ সরকারকে। আগামী অক্টোবরে পাকিস্তানে পরবর্তী সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে।
বর্তমান পরিস্থিতিতে দেশটিতে প্রাদেশিক পরিষদ এবং জাতীয় নির্বাচন আলাদাভাবে হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা।