দেড় মাস পর কারামুক্ত হলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম এবং বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান তারা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। ওই দিন সংঘর্ষ চলাকালে প্রথমে এ্যানিকে গ্রেফতার করা হয়। এরপর সন্ধ্যায় দলীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে মহানগর নেতা আব্দুস সালামকে গ্রেফতার করা হয়।
নয়াপল্টনের সংঘর্ষের ঘটনায় কারাগারে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও। সম্প্রতি এই দুই নেতাও কারামুক্ত হয়েছেন।