বিদেশে বাড়ি-গাড়ি আছে, এমন আমলাদের তালিকা জাতীয় সংসদে প্রকাশের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। আজ সোমবার সংসদ অধিবেশনে সরকারি কর্ম কমিশন (পিএসসি) বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে এ দাবি জানান তিনি। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।
সংসদে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলে, ‘গণমাধ্যমে এসেছে— আমলাদের বিদেশে প্রচুর সম্পদ আছে। আমলাদের মধ্যে কাদের বিদেশে বাড়ি-গাড়ি আছে তাদের তালিকা সংসদে প্রকাশ করা উচিত। তাদের বরখাস্ত করে বিচারের আওতায় আনা উচিত। এমনকি তাদের ফাঁসি দেওয়া উচিত।’
তিনি বলেন, ‘একটি লোক মার্ডার করলে একজন খুন হয়। কিন্তু হাজার কোটি টাকা দুর্নীতি করলে দেশে দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দেয়। এতে লাখ মানুষের জীবনহানির আশঙ্কা থাকে। তাই দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত।’
শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘আমলাদের সঙ্গে রাজনীতিবিদদের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও দূরত্ব। আমলাদের উচিত মন থেকে রাজনীতিবিদদের শ্রদ্ধা করা।’
৪০তম বিসিএসের নন-ক্যাডারদের দ্রুত নিয়োগের দাবি জানান জাপার সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা ছাড়াই তাদের নিয়োগ আটকে রাখা হয়েছে। যে কারণে প্রায় আট হাজার প্রার্থী আন্দোলন করছে। এটা বিবেচনায় নিতে হবে।
সরকারি কর্ম কমিশন (পিএসসি) গঠনের ক্ষেত্রে অনিয়ম হয় বলে অভিযোগ করেন জাপার সংসদ সদস্য ফখরুল ইমাম। তিনি বলেন, ‘কমিশন চেয়ারম্যান ও সদস্য নিয়োগ দেয় সরকার। সেখান থেকে জটিলতা শুরু হয়। নিয়োগে অনিয়ম হয়। নিয়োগপ্রাপ্তরা সঠিক প্রশিক্ষণ পান না। তারা দুর্নীতিতে জড়িয়ে পড়েন। ফলে সংকট তৈরি হয়। তাই সংবিধান অনুযায়ী কমিশন গঠনের বিষয়টি স্পষ্ট করা দরকার।’