দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’র ২১তম আসরে যোগ দিতে গতকাল রোববার সন্ধ্যায় ঢাকায় এসেছেন কলকাতার এই অভিনেত্রী। পাঁচ দিনের এই সফরে আজ সোমবার তিনি অংশ নেবেন উৎসবে। এদিন বিকেল ৫টায় জাতীয় জাদুঘরে সুফিয়া কামাল মিলনায়তনে প্রদর্শিত হবে শ্রীলেখা প্রযোজিত ও নির্মিত সিনেমা ‘এবং ছাদ’।
দৈনিক আমাদের সময় অনলাইনকে শ্রীলেখা বলেন, ‘এবারর সফরটি আমরা জন্য বিশেষ। এমন বড় একটি উৎসবে (ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব) আমার ছবি প্রদর্শিত হবে, এটি আমার জন্য অনেক বড় পাওয়া। এদেশের মানুষ আমাকে ভালোবাসে বলেই হয়তো এই সুযোগটা পেয়েছি। আমি নিজেও কিন্তু মনে প্রাণে এখানকার মানুষ। কারণ আমার পূর্বপুরুষের বসত ছিল মাদারীপুরের ঘটমাঝি গ্রামে। বাবার মুখ থেকে এদেশের অনেক কথা শুনেছি।’
এবার তো নির্মাতা হিসেবে এসেছেন? উত্তরে ভারতের এই অভিনেত্রী বলেন, ‘না, নির্মাতা বা অভিনেত্রী হিসেবে নয়। ভালোবাসার টানে এসেছি। এই উৎসবে এমন অনেকের ছবি প্রদর্শিত হবে- যারা নাকি এখানে আসেনি। আমিও না আসলে পারতাম। কিন্তু আমি সব সময় সুযোগ খুঁজি কখন এদেশের মানুষের কাছাকাছি আসতে পারি। এবার যখন সুযোগটা পেলাম আর দেরি করিনি। চলে আসলাম আপনাদের মাঝে।’
এই সফরে কোথায় কোথায় যাবেন জানতে চাইলে শ্রীলেখা বলেন, ‘আজ বিকেলে উৎসবে অংশ নেব। এরপর কোথায় কোথায় যাওয়া হবে তার শিডিউল এখনো ঠিক করা হয়নি। তবে ইচ্ছে আছে এখানকার বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা দেওয়া, বিভিন্ন স্থানে ঘুরতে যাওয়ার। এখানকার হলগুলোতে বসে ছবি দেখার। এখন দেখি কি হয়।’
আপনার সিনেমা ‘এবং ছাদ’ কী বাংলাদেশে মুক্তি পাবে? উত্তরে এই অভিনেত্রী বলেন, ‘আপাতত সম্ভাবনা নেই। এটি শুধু উৎসবের জন্যই এখানে দেখানো হবে।’
ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে তো দুই বাংলার শিল্পীরা এক হচ্ছে। আপনাকে কবে দেখা যাবে সেই তালিকায় এমন প্রশ্নের উত্তরে শ্রীলেখা বলেন, ‘আশা করি, খুব শিগগিরই পাবেন। আমি আগেও বলেছি, এখনো বলছি- আমি সব সময় এদেশের মানুষের কাছাকাছি থাকার জন্য অপেক্ষায় থাকি। ভালো কাজের প্রস্তাব পেলে অবশ্যই কাজ করা হবে।’
বাংলাদেশের আপনার ভক্ত-দর্শকদের উদ্দেশে কিছু বলুন। শ্রীলেখার ভাষ্য, ‘আমি জানি এদেশে আমার অনেক ভক্ত আছে। যারা আমার কাজ খুব ভালোবাসে। এদেশে অনেক শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আমার প্রায়ই কথা হয়। আর এখন তো সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভক্তদের সঙ্গেও কথা হয়। এদেশের মানুষদের সঙ্গে কথা বললে মনে হয়, প্রিয়জনদের সঙ্গেই কথা বলছি। সবার উদ্দেশে বলল- শ্রীলেখা আপনাদেরও অনেক অনেক ভালোবাসে। সকল ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করব, আপনার বাংলা ছবির সঙ্গে থাকবেন। পরিবারের সবাইকে নিয়ে বেশি বেশি ছবি দেখবেন। এই বাংলার যে কোনো কাজ এগিয়ে গেলে আমারও খুব ভালো লাগে।’