ঢাকা: শরীর পোড়ানো টানা দাবদাহের পর প্রকৃতিতে এখন অনেকটাই স্বস্তি। দেশের আকাশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুতে ভেসে আসা জলীয় বাষ্পকণার দাপট। ক’দিন ধরে মাথার চাদি ফাটানো সূর্যটা তাই নিরুপায়, মুখ লুকিয়েছে মৌসুমী মেঘের আড়ালে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, এমন শরীর সহনীয় আবহাওয়া বিরাজ করবে আরো অন্তত এক সপ্তাহ। ১৯ জুনের আগে বাংলার আকাশে সূর্য উঁকি দেওয়ার সম্ভাবনা কম।
পুরোটা সময় জুড়েই কখনো থেমে থেমে, কখনো একটানা ঝরবে বৃষ্টি। দেশজুড়েই হবে কমবেশি বৃষ্টিপাত। কোনো কোনো দিন এর পরিমাণ ৫০ মিলিমিটারও ছাড়িয়ে যেতে পারে বলে জানানো হচ্ছে আবহাওয়ার পূর্বাভাসে।
এর অর্থ হলো, বর্ষণের আবহেই শুরু হচ্ছে এবারের বর্ষাকাল। ১৪ জুন আষাঢ় শুরুর দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল। এ মাসের তৃতীয় সপ্তাহের শেষ নাগাদ রমজান শুরুর সময়েও সহনীয় আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার মধ্যরাত থেকেই দেশের বিভিন্ন স্থানে অল্প-বিস্তর বৃষ্টির খবর পাওয়া গেছে। বুধবার বেলা ১১টায় এ রিপোর্ট লেখার সময়েও দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর দাপট বেশ টের পাওয়া গেছে।