নেপালের পোখারায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৫ জানুয়ারি) নেপালি প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল প্রচন্ডের কাছে লেখা এক বার্তায় তিনি এই শোক জানান।
শোকবার্তায় শেখ হাসিনা বলেন, নেপালের পোখারায় যাত্রীবাহী বিমান দুর্ঘটনার বিষয়ে আমি জানতে পেরেছি। বিষয়টি সবচেয়ে দুঃখজনক। এতে গভীরভাবে মর্মাহত আমি।
তিনি বলেন, বিমানটিতে ৭২ জন আরোহী ছিলেন। যাদের বেশিরভাগই নেপালি। আর অন্যান্য দেশের কয়েকজন। দুর্ঘটনায় সবাই মারা গেছেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রী বলেন, অত্যন্ত গভীর শোকের এই মুহূর্তে নেপালের পরিবারগুলো মর্মাহত। সেই সঙ্গে দেশটির জনগণ শোকাহত। ভয়াবহ এই দুর্ঘটনায় অনেকে পরিবারের সবচেয়ে প্রিয় সদস্য এবং বন্ধুদের হারিয়েছেন। আমাদের প্রার্থনা তারা যেন এই শোক সইতে পারেন।
সরকারপ্রধান আরো বলেন, দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার চির শান্তির জন্য প্রার্থনা করছি আমরা।