নেপালে বিমান বিধ্বস্ত: ৪০ জনের লাশ উদ্ধার

Slider সারাবিশ্ব


নেপালে ৭২ জন আরোহী নিয়ে আজ রোববার একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ইয়েতি এয়ারলাইন্সের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। দেশটির স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, এতে এখন পর্যন্ত ৪০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

সুদর্শন বারতাউলা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘বিমানে ৬৮ জন যাত্রী ও চারজন ক্রু ছিল। উদ্ধার অভিযান চলছে। আমরা এখন পর্যন্ত জানি না কেউ বেঁচে আছেন কি না।’

প্রতিবেদনে বলা হয়েছে, কাঠমান্ডু থেকে বিমানটি পোখারার উদ্দেশে যাচ্ছিল। গন্তব্যস্থলে পৌঁছানোর কাছেই বিমানটি বিধ্বস্ত হয়। ৯এন এএনসি এটিআর৭২ মডেলের বিমানটিতে বিধ্বস্তের পর আগুন ধরে যায়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এটিআর ৭২ মডেলের দুই ইন্জিনের বিমানটিতে মোট ৬৮ জন যাত্রী ছিলেন, যাদের ১০ জনই ছিলেন বিদেশি নাগরিক। বাকি চারজন ছিলেন বিমানটির কর্মী।

দেশটির সরকারের কর্তৃপক্ষ বলেছেন, তারা উদ্ধার অভিযান পরিচালনা করতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের জড়ো করেছেন। হতাহতের সংখ্যা এখন পর্যন্ত জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *