ইজতেমা ময়দানে আরও তিন মুসল্লির মৃত্যু

Slider জাতীয়


গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে কুয়াশা, কনকনে শীত উপেক্ষা করেই চলছে বিশ্ব ইজতেমা। ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনে বাদ ফজর থেকে লাখ লাখ মুসল্লি ইজতেমা ময়দানে বয়ান শুনছেন। নফল ইবাদত, তাসবিহ-তাহলিল, জিকির-আসকারে ব্যস্ত মুসল্লিরা।

ইজতেমার দ্বিতীয় দিনে শুক্রবার রাত ও শনিবার (১৪ জানুয়ারি) সকাল পর্যন্ত আরও তিনজন মুসল্লি মারা গেছেন। তাদের সবারই বয়স ৭০-এর কাছাকাছি।
শনিবার দুপুরে ময়দানে মরদেহের জিম্মাদার মাওলানা মুহাম্মদ শাকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃত মুসল্লিদের মরদেহ উদ্ধার করে গোসল ও কাফন পরিয়ে স্বজনদের জিম্মায় তুলে দেওয়া হয়েছে।

তারা হলেন, নরসিংদীর মনোহরদী থানার মাসিমপুর গ্রামের রহমতুল্লাহর ছেলে হাবিবুর রহমান হাবি, চট্টগ্রামের রাউজান থানা সদরের আবদুর রশিদের ছেলে আবদুর রাজ্জাক এবং খুলনার ডুমুরিয়া থানার মলমলিয়া গ্রামের মোবারক হোসেনের ছেলে মুফাজ্জল হোসেন খান।

এর আগে শুক্রবার বিকেল পর্যন্ত তিনজন মারা যায়। তারা হলেন, গাজীপুরের আবু তৈয়ব ওরফে আবু তালেব (৯০), সিলেটের নুরুল হক (৬৩) এবং মুন্সীগঞ্জের আক্কাস আলী (৫০)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *