করোনায় ৯০ কোটি মানুষ আক্রান্ত চীনে

Slider সারাবিশ্ব


চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৯০ কোটি মানুষ। পিকিং ইউনিভার্সিটির এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, চীনের মোট জনসংখ্যার ৬৪ শতাংশ ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন। এ খবর জানিয়েছে বিবিসি।

গবেষণা প্রতিবেদন অনুসারে, গানসু প্রদেশের ৯১ শতাংশ আক্রান্ত হয়েছেন। জনসংখ্যার নিরিখে আক্রান্তের দিক দিয়ে প্রদেশটি শীর্ষের রয়েছে। এরপর রয়েছে ইউনান (৮৪%) ও কিনঘাই (৮০%)।

চীনের এক শীর্ষ এপিডেমিওলোজিস্ট সতর্ক করে বলেছেন, নতুন চান্দ্রবর্ষে চীনের গ্রামাঞ্চলে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে।

চীনে করোনার সংক্রমণ চূড়া দুই থেকে তিন মাস পর্যন্ত থাকতে পারে বলে উল্লেখ করেছেন চীনা সিডিসির সাবেক প্রধান ঝেং গুয়াং।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) চীনের মহামারি প্রতিরোধ দলের সদস্য প্রফেসর গুও জিয়ানওয়েন বলেন, উৎসব উপলক্ষে ছুটিতে আসবে অনেকে। কিন্তু বয়স্ক আত্মীয় যারা সংক্রমিত হননি তাদের বাড়িতে দেখা করতে যাবেন না। তাদের যত্ন নেয়ার অনেক উপায় আছে আপনার কাছে। তাদের বাড়িতে ভাইরাসে প্রবেশের সুযোগ করে দেবেন না।

আগামী ২১ জানুয়ারি খেকে চীনে নবর্বষের ছুটি শুরু হচ্ছে। করোনার সংক্রমণ বৃদ্ধির মধ্যেও ২০২০ সালের মার্চের পর সম্প্রতি ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয় শি জিনপিং সরকার। এমন পদক্ষেপকে অনেকে স্বাগত জানালেও করোনার ঢেউ আরও ছড়িয়ে পড়ার শঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *