তীব্র শীতে মারাত্মক দুর্ভোগে পড়েছে চুয়াডাঙ্গাবাসী। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে এ জেলায়।
এদিকে তীব্র শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হওয়া খেটে খাওয়া মানুষ পড়েছেন বিপাকে। জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। তীব্র শীতে জবুথবু হয়ে পড়েছে জনজীবন। বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ।
জানা গেছে, চুয়াডাঙ্গায় আজ ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা আবার সারা দেশের মধ্যে এবং এই শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রকিবুল হাসান বলেন, আজ সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ।
তিনি বলেন, জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। তাপমাত্রা হ্রাস পাওয়ায় শীতের তীব্রতা খুব বেশি অনুভূত হচ্ছে। এরকম পরিস্থিতি অব্যাহত থাকবে। ফলে তাপমাত্রা আরো কমতে পারে বলেও জানান তিনি।