আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার সরবরাহ মূল্য ব্যাপক বেড়েছে। গত ৬ মাসের মধ্যে যা সর্বোচ্চ। চীনে শক্ত ধাতুটির চাহিদা বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সেই সঙ্গে সরবরাহ সংকটের উদ্বেগ সৃষ্টি হয়েছে। ফলে লৌহ আকরিকের দাম বৃদ্ধি পেয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। বিশ্লেষকরা বলছেন, সবশেষ তথ্যে দেখা যাচ্ছে; ব্রাজিল থেকে আকরিক লোহার চালান কমেছে। পাশাপাশি চীনে কঠিন ধাতুটি ভর্তি কার্গোর আগমন কমেছে। এতে লৌহ আকরিকের দর ব্যাপক ঊর্ধ্বমুখী হয়েছে।
চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে সক্রিয় আকরিক লোহার আগামী মে মাসের চুক্তি মূল্য বেড়েছে ১ দশমিক ৭ শতাংশ। প্রতি টনের দাম স্থির হয়েছে ৮৪৮ ইউয়ানে বা ১২৫ ডলার ১১ সেন্টে।
অন্যদিকে সিঙ্গাপুর এক্সচেঞ্জে বেঞ্চমার্কের আকরিক লোহার আগামী ফেব্রুয়ারির সরবরাহ মূল্য বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৭ শতাংশ। টনপ্রতি যার দামের নিষ্পত্তি হয়েছে ১২০ ডলার ৮৫ সেন্টে।
ক্রেতাদের উদ্দেশে লেখা এক নোটে সিনোস্টিল ফিউচার্সের বিশ্লেষকরা বলছেন, বর্ষকালের কারণে ব্রাজিল থেকে আকরিক লোহার চালান উল্লেখযোগ্য হারে কমেছে।