দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে দুটি ফেরি নোঙর করে আছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোর ৫টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার সকাল ৫টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমে গেলে আবারও ফেরি চলাচল স্বাভাবিক হবে।