নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিভাগীয় সমাবেশ ও গণ-মিছিলের পর গণ-অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গণ-অবস্থান কর্মসূচিতে স্লোগানে-স্লোগানে উত্তাল হয়ে উটেছে নয়াপল্টন এলাকা।
বুধবার সাড়ে ১০টায় এ গণ-অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। দুপুর ২টায় শেষ হবার কথা।
নয়াপল্টন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন। স্লোগানে-স্লোগানে বিএনপির চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করছেন নেতাকর্মীরা। নাইটিঙ্গেল থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত নেতাকর্মীতে ভরে গেছে।
এর আগে সকাল থেকেই নয়াপল্টন এলাকায় বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন।
নয়াপল্টনসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় দেখা গেছে। ফকিরাপুল মোড় থেকে কাকরাইলের নাইটেঙ্গেল মোড় পর্যন্ত রাস্তার একপাশের পুরোটায় প্লাস্টিকের চাটাই বিছানো হয়েছে।
গণ-অবস্থান কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি বিএনপি স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর গণ-মিছিল থেকে ১১ জানুয়ারি দেশের বিভাগীয় শহরে গণ-অবস্থান কর্মসূচি করার ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন।