হাসপাতালের জরুরি বিভাগে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই

Slider টপ নিউজ


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসা কর্মকর্তাকে অস্ত্র ঠেকিয়ে তার কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে আজ সোমবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত হাসপাতালের বর্হিবিভাগে চিকিৎসা সেবা বন্ধ ছিল। এতে বিপাকে পড়েন চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা।

ছিনতাইয়ে জড়িত থাকার সন্দেহে আজ বেলা আড়াইটার দিকে দুজনকে আটক করেছে পুলিশ। আটক দুজন হলেন গোয়ালন্দ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রনি ও ৩ নম্বর ওয়ার্ডের কুমড়াকান্দি মহল্লার ইমরান হোসেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল রাত সাড়ে ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. আবুল কালাম আজাদ হাসপাতালের জরুরি বিভাগের পাশের একটি কক্ষে বসে ছিলেন। এ সময় দুজন দুর্বৃত্ত ওই কক্ষে ঢুকে পিস্তল ও ধারালো ছুড়ি ঠেকিয়ে তার কাছে থাকা টাকা ও তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যান। এ সময়৥ তারা আজাদকে তার কক্ষের বাইরে থেকে আটকে দিয়ে চলে যান। পরে তিনি চিৎকার করলে হাসপাতালের অন্য কর্মকর্তা-কর্মচারীরা এসে তাকে উদ্ধার করেন।

এদিকে ঘটনার পরপরই হাসপাতালে উপস্থিত হয় থানা-পুলিশের একটি টহল দল। এসময় পুলিশ আজাদকে সঙ্গে নিয়ে ছিনতাইকারীদের পিছু নিয়ে কিছুদুর এগিয়ে যায়। এ সময় ছিনতাই হওয়া ফোনে কল দিলে তা বেজে ওঠে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যান।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ঘটনা ঘটার কয়েক মিনিটের মধ্যে সেখানে পুলিশ পৌঁছে যায়। পুলিশ জড়িতদের প্রাথমিকভাবে শনাক্ত করে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *