বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ফখরুল

Slider রাজনীতি


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীনরা গ্রেপ্তার করে ভোটের অধিকারের আন্দোলন বন্ধ করে দিতে চেয়েছিল। কিন্তু সেই আন্দোলন আরও বেগবান হয়েছে। সরকার যতবেশি অত্যাচার করবে ততবেশি মানুষ ফুঁসে উঠবে। এখন আর পিছু হটবার পথ নেই। বিজয় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

কারাগার থেকে মুক্তি পাওয়ার আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ সব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আন্দোলনের মাধ্যমেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো। তাই আন্দোলন আরও তীব্র করতে হবে। এর মাধ্যমে দেশকে মুক্ত করতে হবে। আসুন এ শপথ নিয়ে নতুন অঙ্গীকার করি।’

তিনি আরও বলেন, ‘মহান আল্লাহ তাআলার ইচ্ছা ও আপনাদের আন্দোলের মাধ্যমে আমরা দুইজন মুক্তি পেয়েছি। আরও অনেকে এখনো কারাগারে আছেন। তারা কারাগারে মানবেতর জীবন যাপন করছেন। এটা সেলের মধ্যে ৫ থেকে ৭ জনকে গাদাগাদি করে রাখা হচ্ছে। আমি অবিলম্বে আমাদের এই নেতাকর্মীদের মুক্তি দাবি করছি।’

এ সময় ১০ ডিসেম্বরের ঢাকা বিভাগীয় সমাবেশ ও গণমিছিল সফল করার জন্য নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘সমাবেশের জায়গা নিয়ে অস্থির অবস্থার মধ্যে আমাদের গ্রেপ্তার করা হয়। আমার অপরাধ ছিল আমি সংঘর্ষ এড়িয়ে গেছি।’

পুলিশের করা মামলায় এক মাসেরও বেশি সময় ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার বন্দী থাকার পর আজ সন্ধ্যায় মুক্তি পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস। এ সময় কারাগারের সামনে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *