ঢাকা: চীনের উত্তরাঞ্চলীয় হেবাই প্রদেশে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় দুই পুলিশ সদস্যসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো পাঁচজন আহতের খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
মঙ্গলবার (০৯ জুন) সকালের এ ঘটনার বিষয়ে চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) জানায়, নিহতদের মধ্যে লিউ নামে ৫৫ বছর বয়সী এক বন্দুকধারী রয়েছেন। ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
এছাড়া নিহতদের মধ্যে দু’জন কৃষক বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
নিহত লিউ ‘অনেকদিন ধরে সিজোফ্রেনিয়ায়’ আক্রান্ত বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম। তবে কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
গত বছরের ডিসেম্বরে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা দুই সহকর্মীকে গুলি করার পর আত্মহত্যা করেন।
চীনে ব্যক্তিগত অস্ত্র রাখার বিষয়ে ব্যাপক কড়াকড়ি রয়েছে।