মুজিবনগর সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

Slider জাতীয়

BSF_sm_548744526

মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর সীমান্ত এলাকায় নিজ জমিতে কাজ করার সময় খোয়াজ আলী (৩০) নামে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (৯ জুন) সকাল ৯টার দিকে সীমান্তের ১১০ নম্বর আন্তর্জাতিক পিলার এলাকায় কাঁটাতারের বেড়া সংলগ্ন চাতরের মাঠ এলাকায় নিজের ধান খেতে কাজ করার সময় ভিটেরপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। খোয়াজ আলী দারিয়াপুর গ্রামের হাবেল শেখের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দারিয়াপুর বিওপি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

কৃষক খোয়াজ আলীর স্ত্রী শাহান আরা খাতুন জানান, সীমান্তের চাতরের মাঠে ধান খেত তৈরি করার জন্য সকালে বাড়ি থেকে রওনা দেন খোয়াজ আলী। খেতের স্যালো ইঞ্জিন চালু করার সময় বিএসএফ ক্যাম্পের জওয়ানরা তাকে আটক করে। পরে বেধড়ক পেটাতে পেটাতে তাকে কাঁটাতারের বেড়ার ওপারে নিয়ে যায়।

মাঠের অন্য কৃষকরা এ খবর তার পরিবারকে জানালে পরিবারের পক্ষ থেকে বিজিবি দারিয়াপুর ক্যাম্পে বিষয়টি জানানো হয়। সকাল ১১টার দিকে এ প্রতিবেদন লেখা সময় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

বিজিবি দারিয়াপুর বিওপি কমান্ডার জাকির হোসেন বলেন, তাকে ফেরত আন‍ার বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *