গাজীপুর: গাজীপুর জেলা প্রশাসকের (ডিসি) সরকারি বাসভবনের জরাজীর্ণ দেয়াল মেরামতের সময় ধসে অজ্ঞাত (২৭) এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর এক শ্রমিক আহত হয়েছেন।
মঙ্গলবার (০৯ জুন) সকাল ৯টার দিকে জেলা শহরের সার্কিট হাউজ এলাকায় অবস্থিত জেলা প্রশাসকের সরকারি বাসভবনে এ ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলস্টেশনে বিভিন্ন জেলা থেকে গাজীপুরে কাজের জন্য প্রতিদিনই নির্মাণ শ্রমিক আসে। অন্য জেলা থেকে আসা নিহত ও আহত শ্রমিকের পরিচয় তাই প্রাথমিকভাবে জানা সম্ভব হয়নি।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসানবিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ডিসির সরকারি বাসভবনের দেয়াল সংস্কারের কাজ করতে সকাল ৮টার দিকে গাজীপুর গনপূর্ত বিভাগের লোকজন জয়দেবপুর রেলস্টেশন থেকে দুই শ্রমিককে নিয়ে আসেন। নির্মাণ কাজের অভিজ্ঞতা না থাকায় তারা কাজ শুরু করার একটু পরেই জরাজীর্ণ দেয়ালের একটি অংশ ধসে পড়ে।
এতে দুই শ্রমিকই আহত হন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পর এক শ্রমিক মারা যান। অপর আহত শ্রমিক ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।