শনিবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল করে দেয় কর্তৃপক্ষ।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় কিছু যানবাহন নদী পারের অপেক্ষায় উভয় পাড়ে আটকা পড়েছে। ফলে তীব্র শীতে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বর্তমানে এ রুটে ছোট-বড় ১১টি ফেরি চলাচল করছে।