শীতের ভোরে প্রচণ্ড কুয়াশার কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় দিনের খেলা শুরু হতে দেরি হয়েছে। দিনের প্রথম খেলা ১টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা থাকলেও ম্যাচ শুরু হচ্ছে দুপুর ২টায়।
দিনের প্রথম খেলায় খুলনা টাইগার্সের বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নাসির হোসেনের ঢাকা ডমিনেটর্স।
ঢাকা ডমিনেটর্সের একাদশ: নাসির হোসেন (অধিনায়ক), দিলশান মুনাবিরা, আহমেদ শেহজাদ, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন (উইকেট রক্ষক), মোহাম্মদ আরিফুল হক, উসমান গণি, মুক্তার আলী, আরাফাত সানি, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন।
খুলনা টাইগার্স একাদশ: ইয়াসির আলী রাব্বী (অধিনায়ক), তামিম ইকবাল, মুনিম শাহরিয়ার, শারজিল খান, আজম খান (উইকেটরক্ষক), সাইফ উদ্দীন, নাহিদুল ইসলাম, নাসুম আহমেদ, পল ভ্যান মেকেরেন, ওয়াহাব রিয়াজ, সাব্বির রহমান।