কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির হয়েছে। আজ শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে গোলাগুলির ঘটনা ঘটে। এই গোলাগুলির সময় মোহাম্মদ নবী নামে এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন। পরে আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ (এপিবিএন) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয় গুলিবিদ্ধ মোহাম্মদ নবীর বাড়ি থেকে একটি গ্রেনেড উদ্ধার করে।
পুলিশ ওই এলাকা ঘিরে রেখে আরও অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ।
ফারুক আহমেদ জানান, আজ বিকেলে ১০ থেকে ১২ জনের একদল দুষ্কৃতকারী বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ৮ ইস্টের বি-ব্লকে ঢুকে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এ সময় দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে বেশ কিছু সময় গোলাগুলি চলে। খবর পেয়ে এপিবিএনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। পরে মোহাম্মদ নবীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। তার বসতঘরে তল্লাশি চালিয়ে একটি গ্রেনেড পায় পুলিশ।
গুলিবিদ্ধ মোহাম্মদ নবী ক্যাম্পের ৮ নম্বর ইস্টের বি-৩৯ নম্বর ব্লকের মোহাম্মদ কাশিমের ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, গুলিবিদ্ধ মোহাম্মদ নবীকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।